1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুটাখালীতে সংরক্ষিত বনাঞ্চলের বালি-মাটি কাটার সময় গাড়ি আটক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালীর পশ্চিম কধুরখীলে আলোচনা সভা রাউজান আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,  নেতা-কর্মীরা উৎফুল্ল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার খুটাখালীতে সংরক্ষিত বনাঞ্চলের বালি-মাটি কাটার সময় গাড়ি আটক রাউজানের রূপচাঁন্দনগরে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত লোহাগাড়ায় আল্লামা শফিক আহমদ (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ মহেশখালীতে পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বোয়ালখালীর পশ্চিম কধুরখীলে আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড পাঠান পাড়া জিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পশ্চিম কধুরখীল মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এমএন করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কধুরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা বিএনপি নেতা রুহুল আমিন সেম্পু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সংগঠক খোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে এমএন করিম বলেন, বাংলাদেশের ইতিহাসে যে ক’জন মহানায়ক জাতির দুঃসময়ে সাহস, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁদের মধ্যে সর্বাগ্রে স্মরণীয়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক নন তিনি স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, সফল সেনানায়ক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রচয়িতা। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা মুক্তিকামী জনতাকে উজ্জীবিত করে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন সেম্পু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও আত্মনির্ভরশীলতাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। তাঁর নেতৃত্বে দেশে পুনঃপ্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার।

বোয়ালখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদ, পৌর বিএনপি নেতা মোহাম্মদ আজগর, পৌর ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ এমরান, যুবদল সংগঠক মোহাম্মদ সিরাজ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা এসএম সোহেল মিয়াজী, যুবদল নেতা খোরশেদ আলম, পৌর শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান, যুবদল নেতা মোহাম্মদ আবছার, মোহাম্মদ আজম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. লোকমান।

এসময় উপস্থিত ছিলেন ইসমাইল, বাহাদুর, রাশেদুল আলম মুন্না, ফরিদুল আলম, আকবর, খালেদ, অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন খলিফা বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর করিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট