
এরশাদ আলম, লোহাগাড়া: মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় আল্লামা শফিক আহমদ (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম,অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার আধুনগর এবং চুনতি ইউনিয়ন সীমান্তবর্তী রশিদের ঘোনা আদর্শ পাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা শফিক আহমদ (রহ.) ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ মোস্তফা কামাল ভুট্টু, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম।
এছাড়াও বিশিষ্ট সমাজসেবক হাজী শামসুল আলম, বদরুদ্দোজা, নুরুল নবি, শাহ আলম, জহির আহমেদ নাছির মাঝি সহ আরো অনেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।