
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার) : কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে এক আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কনস্টেবল ও নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোট ১১ (এগারো) জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান মহোদয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের উপস্থিতিতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি একটি সম্মাননা হলেও এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যায়। তিনি নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পেশাগত শুদ্ধাচার ও আচরণগত মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কক্সবাজার জেলা। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের উপর অর্পিত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।