
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) মহেশখালী পৌরসভার ইলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তাঁর আদর্শ অনুসরণ করে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান তারা।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।