
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার) কক্সবাজারে ক্রমবর্ধমান অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন এবং থানাভিত্তিক জবাবদিহি নিশ্চিত করতে সকল অফিসার ইনচার্জকে (ওসি) সরাসরি নির্দেশ দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান।
বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) কক্সবাজার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়
সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণকালে পুলিশ সুপার জেলা পুলিশের শৃঙ্খলা, উপস্থিতি ও দায়িত্ব পালনের মান যাচাই করেন। প্যারেডে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি।
সকাল ১০টায় ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। সভায় জানানো হয়, পূর্বে উত্থাপিত কল্যাণ সংক্রান্ত বিষয়গুলোর অধিকাংশই সমাধানের পথে রয়েছে। তবে দায়িত্ব পালনে গাফিলতির কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়—এমন বার্তাও দেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পুরস্কার প্রদানের মাধ্যমে অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়।দুপুর ১২টায় অনুষ্ঠিত ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। সভায় সকল থানার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার স্পষ্ট করে বলেন, মামলা ঝুলিয়ে রাখা, অপরাধীদের ছাড় দেওয়া কিংবা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না।
সভা থেকে পর্যটনকেন্দ্র, উপকূলীয় এলাকা, মাদক রুট ও সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়। একইসাথে জনবান্ধব পুলিশিংয়ের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ কড়া অবস্থান মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে কক্সবাজারে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।