
রাজিব মজুমদার , মীরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মীরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কফি রঙের গেঞ্জি। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক রেল দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন। লাশটি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।