1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বিয়েতে দাওয়াত না পাওয়ায় বিয়ের আসরে হামলা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতাখুন, ঘাতক পুত্র আটক চন্দনাইশের জামাতের গণ মিছিল অনুষ্ঠিত চন্দনাইশের দীর্ঘ দ্বন্দ্ব মিটিয়ে ঐক্য, আসন পুনরুদ্ধারের ঘোষণা ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে বাঁশখালীতে পাপ্পার নেতৃত্বে বিজয় র‍্যালী ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে বাঁশখালী উপজেলা বিএনপি’র বিজয় র‍্যালী সাতকানিয়ায় মাস্টার শহিদুল ইসলামের দাফন সম্পন্ন সাতকানিয়ায় ইভটিজিং রোধে ইউএনও’র অভিযান, ৩ জনকে জরিমানা সাতকানিয়ায় নতুন ভোটারের তথ্য সংশোধনে ১২ দিন সুযোগ সাতকানিয়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার মেশিন পাইপ  ধবংস করল উপজেলা প্রশাসন

চন্দনাইশের দীর্ঘ দ্বন্দ্ব মিটিয়ে ঐক্য, আসন পুনরুদ্ধারের ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ঘাটি হিসেবে পরিচিত চট্টগ্রাম ১৪ আংশিক (চন্দনাইশ-সাতকানিয়া) নির্বাচনী এলাকা এইটিতে টানা বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি ছেড়ে নতুন দল এলডিপি গঠন করলে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েন চন্দনাইশ উপজেলা বিএনপি। এরপরে ১/১১ এবং দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে গ্রুপ উপ গ্রুপ শাখাপ্রশাখা বিভক্ত হয়ে পড়ে উপজেলা বিএনপি। বড় গ্রুপ গুলোর মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারী ও কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহসিন জিল্লুর করিম এর অনুসারী হিসেবে পরিচিত নেতা-কর্মীরা দীর্ঘ সময় ধরে ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন, কেন্দ্র ও জেলা ঘোষিত কর্মসূচি আলাদা আলাদাভাবে পালন করে আসছিলেন। কয়েএক বছর ধরে গ্রামে গ্রামে কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ড. মহসিন জিল্লুর করিম ওষুধ সহ ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিএনপিকে জাগিয়ে রেখেছিল। অবশেষে ফ্যাসীবাদী তাবায় তাও বন্ধ হয়ে যায়। সঠিক নেতৃত্বের অভাবে কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।


দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে এবার ঐক্যের সুর উঠেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বিএনপি পরিবারে মাঝে। এ লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সকল গ্রুপের অনুসারীরা ও উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য যথাক্রমে মোজাম্মেল হক বেলাল, সিআইপি হেলাল, ইফতেখার হোসেন ইফতু, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু, সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সালাউদ্দিন চৌধুরী, মোরশেদুল আলম এডভোকেট আমিনুল ইসলাম, কামাল উদ্দিন, ওবায়দুল রহমান বাহাদুর, আবদুল মজিদ শাহ্,আমির হোসেন, ইউনুস রানা, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐক্যের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উপস্থিতিতে দুই দফা বৈঠকের মাধ্যমে সকল গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে ঐক্য চূড়ান্ত হয় যা বিজয় মিছিলের মাধ্যমে দৃশ্যমান হয়। দলের কোন্দল মিঠে যাওয়ায় বিজল মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।


এ নিয়ে ইতিমধ্যে উপজেলা বিএনপি পরিবারের মাঝে বইছে আনন্দের হাওয়া। নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাঠে নামছেন সংগঠনকে এগিয়ে নিতে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য ইফতেখার হোসেন ইফতু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বলেন, “আমরা মনে করি, বিএনপি’র আজকের এই ঐক্য পরবর্তীতে বিএনপি’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে বিএনপির হারানো আসন পুনরুদ্ধার হবে এবং এই ঐক্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির আন্তরিক প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট