
বাবর মুনাফ, বোয়ালখালী চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে অলনাইট অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর মেগা ফাইনাল-২০২৬ খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
পশ্চিম চরকানাই হযরত আস’আদ আলী (রা:) ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮ টায় বহুদলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য শফিকুল ইসলাম শফিক।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটালিস্ট হেলথ কেয়ারের হেড অব মার্কেটিং মো. সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মো. হাসান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পটিয়া উপজেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল আযম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসেম রাব্বু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব, সাবেক ব্যাংকার, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. হাসান মুরাদ, চরকানাই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল শুক্কুর, চট্টগ্রাম নারী ও শিশু আদালতের পেশকার আব্বাস হোসেন, ইন্জিনিয়ার মো. সাজ্জাদ, শেখ তৌহিদুল ইসলাম, মো. শাহ্ আলম, প্রকৌশলী শিবলু, মোহাম্মদ ওমর ফারুক সাহেদ, মো. ফরিদুল আলম, মো: জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় ‘কেএসবি স্পোর্টিং ক্লাব’ বনাম ‘কোলাগাঁও স্পোটিং ক্লাব’ প্রতিদ্বন্দিতা করেন। কোলাগাঁও স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কেএসবি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মেগা ফাইনালে বিজয় লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, বর্তমান যুব সমাজকে ভয়ংকর মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, আমরা চাই এই ধরনের আয়োজন প্রতিবছরই করা হোক, প্রতিটা ছেলে মেয়েরই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মেগা ফাইনালকে ঘিরে ছিলো স্থানীয় ও আগত দর্শকদের মাঝে ছিলো ব্যাপক আনন্দ-উদ্দীপনা। খেলা শুরুর আগে ব্যাপক আতশবাজি ফুটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, অতিথিদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, দর্শকদের জন্য কুপন ড্র ও পুরস্কার বিতরণী করা হয়। সর্বশেষ মেগা ফাইনালের বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফি ও নগদ ১৫ টাকা পুরস্কার প্রদান ও ফটোশেসনের মাধ্যমে মেগা ফাইনাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।