
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলে আমরা আশাবাদী।”
এদিকে একই আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুর রহমানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, প্রার্থী মোহাম্মদ সাইফুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে সালমা, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির মীরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুল রহমান বলেন, “দেশে সৎ, যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। মীরসরাইয়ের মানুষ ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে রায় দেবেন—এই বিশ্বাস নিয়ে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি।”