1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা ওমানে উটের সঙ্গে সংঘর্ষে প্রবাসী বাংলাদেশি পরিবারের তিনজন নিহত, গুরুতর আহত আরও তিন জলাতঙ্ক নির্মূলে চন্দনাইশে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হলো মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বোয়ালখালীতে আল-হাসনাইন একাডেমির যাত্রা শুরু

মীরসরাইয়ে এলএনজি বিদ্যুৎকেন্দ্র বাতিল ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে র‍্যালী -সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল, নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং নতুন করে এলএনজি নির্ভর প্রকল্পে বিনিয়োগ না করার দাবিতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কমরআলী বাজার এলাকায় এ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (জেটনেটবিডি)-এর সহায়তায় আয়োজিত কর্মসূচিতে সংস্থাটির স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার মো. নাসির উদ্দিন, সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা চন্দন কুমার পাল ও রেজাউল করিম। বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও কার্যকর বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, বাংলাদেশে এলএনজি সম্পূর্ণ আমদানি নির্ভর হওয়ায় উচ্চ আমদানি ব্যয়, বৈশ্বিক বাজারে দামের অস্থিরতা এবং জ্বালানি ভর্তুকির চাপ জাতীয় বাজেটের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বর্তমানে অতিরিক্ত দামে এলএনজি আমদানি করে (প্রতি ইউনিট ৭৯.৩৩ টাকা) কম দামে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে (প্রতি ইউনিট ১৪.৭৫ টাকা), যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য চরম ঝুঁকিপূর্ণ। প্রতিবছর প্রায় ৬ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ব্যয় হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশে মীরসরাইয়ে প্রস্তাবিত ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে ওঠা মীরসরাই শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের নামে ইতোমধ্যে এ প্রকল্পের জন্য প্রায় ৩০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তারা এই প্রকল্প অবিলম্বে বাতিলের জোর দাবি জানান।
এ সময় বক্তারা আরো জানান, শিল্পাঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরে স্বল্প ব্যয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন। তাদের মতে, সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও উৎপাদন খরচ অত্যন্ত কম এবং মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসে। পাশাপাশি এতে মিথেন গ্যাস নির্গমন না হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না।
উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক বলেন, “এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতি, পরিবেশ ও জ্বালানি নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে হুমকিস্বরূপ। সরকার চাইলে মীরসরাইসহ উপকূলীয় এলাকায় সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ নিশ্চিত করতে পারে। এখনই সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ মূল্য দিতে হবে।”
সমাবেশ থেকে অবিলম্বে মীরসরাইয়ের এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট