
গণতান্ত্রিক যুবদল উত্তর সাতকানিয়া সংগঠনিক শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল জব্বার মানিক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আরমান হোসেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম খান ও আব্দুল কদ্দুস এর যৌথ স্বাক্ষরে ৩৬ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি উত্তর সাতকানিয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংহত করতে ভূমিকা রাখবে।