পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়নে শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ মন্দির গীতা শিক্ষালয় এর উদ্যােগে সাপ্তাহিক গীতাশিক্ষা কার্যক্রম উপলক্ষে
বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত পলাশ ধরকে সম্মাননা স্মারক প্রধান করা হয়েছে। গতকাল বিকালে মনসা চৌমুহনীস্হ ব্যবসায়ী প্রতিষ্টান স্বর্নালী জুয়েলার্সে সম্মাননা স্মারক প্রধান করেন শ্রীমন্দির কমিটির প্রধান উপদেষ্টা শ্রী স্বপন বসাক, সভাপতি শ্রী তপন বসাক, শ্রী সুমন ধর, শ্রী শাপলা বসাক, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস, শ্রী সঞ্জয় বসাক সহ অন্যারা।
এসময় তরুণ সমাজসেবক শ্রী পলাশ ধর বলেন, এই কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার উপর জোর দেন। গীতার শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সততা এবং আদর্শ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
গীতা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুন সমাজসেবক পলাশ ধর আরো বলেন, এই কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্প্রীতি স্থাপনের মতো বিষয়গুলো বাস্তবায়িত হবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই কার্যক্রমটি অত্যন্ত জরুরি।