নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও প্রবাসী সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (৩-অক্টোবর) সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ২০০ শতাধিকের উপরে গরিব , অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়,সাথে বিনামূল্যে ওষুধ, বিভিন্ন ধরনের পরীক্ষাও ফ্রিতে করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিন,বিশেষ অতিথি আশশেফা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ নুরুল হক, অধ্যাপক আবু তাহের, ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা, ডাঃ জাফর আহমদ, ব্যবসায়ী নুরুল হক সওদাগর,জসিম উদ্দিন, ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠন এর সভাপতি আবদুল মোমেন,সহ সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক তারেক রুবেল,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সৈয়দ হোসেন, আবদুস সফুর,মাকসুদুর রহমান,রুকন,ইমতিয়াজ, ফারদিন,সাইদ,ওয়াহিদ,সায়েম,সহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।