মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদী থেকে মোজাহের মিয়া (৫৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি সাতকানিয়া উপজেলার মধ্যম চরতী এলাকার মৃত আবদুল কাদের ছেলে। মঙ্গলবার (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পুকুরিয়া ১ নম্বর ওয়ার্ডের কানু মাঝির ঘাট এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মজনু মিয়া ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মজনু মিয়া বলেন, মৃত মোজাহার মিয়া তার বাড়ি হইতে অনুমান ৪/৫ শত গজ দুরে নদীতে নৌকা দিয়ে মানুষ পারাপার করত। গত ২৯/০৯/২৫ ইং তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ঘর থেকে বাহির হয়ে নৌকা চালানোর জন্য যায়। একই তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় তার পরিবারের লোকজন দেখে যে নৌকাটি নদীতে ভাসতেছে সে নাই। ধারনা করা যাইতেছে মোজাহার মিয়া শারিরীক সমস্যার কারণে পানিতে পড়ে কুলে উঠতে না পারায় পানিতে ডুবে মৃত্যূ বরন করেছে । লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নেওয়া হবে। ইতিমধ্যে ওই বৃদ্ধার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।