মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে বাঁশখালী থানার উদ্যোগে থানা মিলনায়তনে গ্রামপুলিশদের নিয়ে এক মতবিনিময় সভা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন সেকেন্ড অফিসার মোঃ আরিফ। সভায় ওসি সাইফুল ইসলাম বলেন, “দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ করে হিন্দুসম্প্রদায়ের এই উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ গ্রাম পুলিশরা হলেন মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকার অন্যতম সহায়ক শক্তি। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সততা, দায়িত্ববোধ ও তৎপরতাই পূজার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি তাদেরকে ইউনিফর্ম পরিধান, পরিচয়পত্র বহন এবং জরুরি যোগাযোগ নম্বর সঙ্গে রাখার বিষয়েও কঠোর নির্দেশনাও প্রদান করেন।