মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সার্থক করার লক্ষ্যে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ সেপ্টেম্বর)সাধনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, সাধনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নোবেল ভট্টাচার্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম( বুলবুল),বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী সাধনপুর ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান( ইসমাইল),মাষ্টার সাইফুর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশন এর সাধনপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি আহমদ নুর,সাবেক মেম্বার আব্দুল হক,জিয়া উদ্দীন,শ্রমিক দলের বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক আবদুল মন্নান, ফজল কাদের, আবু তাহের,পুজা উদযাপন কমিটির বাঁশখালীর অন্যতম সদস্য সাংবাদিক তাপস কুমার নন্দী,লায়ন শেখর দত্ত,ইউপি সদস্য করুনাময় ভট্টাচার্য,আবদুল হামিদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাধনপুর ইউনিয়ন শাখার সভাপতি ইউপি সদস্য ডাঃ মোহাম্মদ এজাজ, মশিউল আলম, শওকত আলী, নন্দন দে,আজিজুল হক,মহিলা ইউপি সদস্য কুলছুমা বেগম, দীপ্তি দাশ,শিল্পী দেব ও সাধনপুর পুজামন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।প্রস্তুতিসভায় সৌহার্দ্য পুর্ন পরিবেশে প্রতি বছরের ন্যায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যাক্ত করে ধর্মীয় রীতিমতো পুজা উদযাপন করার জন্য কমিটিকে পরামর্শ প্রদান করেন।