মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: ‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলার কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালিটি ইউনিয়ন পরিষদের মাঠ থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোকদন্ডী ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সড়কের পাশে জমে থাকা পানি ও পরিত্যাক্ত জায়গায় মশা মারার কীটনাশক স্প্রে করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সচিব রিপন বড়ুয়া, ইউপি সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী লোটু,ইউপি সদস্য নরুল আলম,ইউপি সদস্য জালাল উদ্দীন ঝিনুক, ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, মহিলা ইউপি সদস্য রিনা আক্তার, নার্গিস আকতার, শাহিদা সুলতানাসহ অন্যান কর্মকর্তা বৃন্দ।