1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া ট্রমা সেন্টারে যুক্ত হলো ডিজিটাল এক্স-রে মেশিন লোহাগাড়ায় যুবলীগ নেতা ও গ্রাম পুলিশের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর রাউজানের নোয়াপাড়ায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার-২ লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র কমিটি গঠন বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্নপ্রকাশ- সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতকানিয়ায় প্রয়াত সুনীল কান্তি দাশ’র আত্মার শান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা অনুষ্ঠিত সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়ায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সাতকানিয়া’য় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

লোহাগাড়া প্রেসক্লাব’র সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া প্রতিনিধি:চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগস্ট) দুপুরে বটতলী মোটর স্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব’র সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব’র যুগ্ন সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচার-প্রকাশনা সম্পাদক এম এইচ রাব্বি, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, সংগঠনের সদস্য যথাক্রমে রায়হান সিকদার,সাত্তার সিকদার,আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, মোছাদ্দেক হোসেন, ফাহাদ চৌধুরী ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডাভিত্তিক আলোচনায় সদস্যরা মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ক্লাবের বিগত দিনগুলোতে প্রেস ক্লাবের কর্মকাণ্ডের মূল্যায়ন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি ও পেশাগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা হয়। এতে করে প্রেস ক্লাবের গতিশীলতা ও সদস্যদের সক্রিয়তা আরও সুদৃঢ় হবে। সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে লোহাগাড়াড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, প্রেস ক্লাব একটি পেশাদার ও গণতান্ত্রিক সংগঠন।এ সংগঠনে সকল সদস্যদের ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই একসাথে পথ চলবো।

লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সব সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই সভাকে সফল করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট