মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমাসহ সারাদেশে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)বাঁশখালী শাখা উদ্যোগে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৮ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এম তাহেরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখারা সভাপতি মোঃ ইউচুফ,বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখারা অর্থ সম্পাদক মোঃ সবুর,বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস এম সৈয়দ হোসেন,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোকন কর,বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দিন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম,আনোয়ার আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস,মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবা উদ্দিন,বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম সানবী,মাষ্টার গিয়াস উদ্দিনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়ার এবং প্রয়োজনে কর্মবিরতি ঘোষণা করে প্রতিষ্ঠান তালাবদ্ধ করার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ।
তাই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি। অন্যথায় শিক্ষকবৃন্দ তাদের অধিকার আদায় ও সম্মান রক্ষা করতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন।