1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সাথে কালীপুর ইউনিয়ন বিএনপির মত বিনিময় লোহাগাড়ার সন্তান, ব্যাংকার মোজাহিদ হোসাইন পেলেন আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড বাঁশখালীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান ধর্ম উপদেষ্ঠার বাঁশখালীতে প্রতিমালয় পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ওমানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল লোহাগাড়ায় ১০ বছর বয়সী শিশু তানীম ১ বছরে কুরআনে হাফেজ হয়ে সংবর্ধিত বাঁশখালীতে দুর্গাপূজার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শনে উপজেলা প্রশাসন

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম : প্রবাসে রাজনীতি, সমাজসেবা ও সংস্কৃতির অগ্রদূত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

রিমা শীল, ওমান: ওমান প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ও নেতৃত্বে এক অগ্রগণ্য নাম সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম। তিনি ওমান বিএনপির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯২), সাবেক সভাপতি (২০০৩-২০০৬) এবং সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন। শুধু প্রবাসী রাজনীতির পথপ্রদর্শক হিসেবেই নন, বরং সমাজসেবা, সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়াঙ্গনেও রেখেছেন তাঁর অসাধারণ অবদান।

এরশাদ বিরোধী আন্দোলন বিভিন্ন মামলা হামলা করে তাঁকে নাজেহাল করা হয়৷ ১৯৯০ সালে জীবনের নিরাপত্তা হুুমকির মুখে পড়ে যায়৷ পারিবারিক চাপে প্রবাসে যেতে হয়।।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। ১৯৯৫ সালে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রথম নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বাংলাদেশ সমিতি ওমানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রবাসীদের সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করেন। পরবর্তীতে (২০০৭-২০১০) বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টা ও বোয়ালখালী প্রবাসী সমাজকল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবেও তিনি ভূমিকা রাখেন।
১৯৯৪ সালে তদানিন্তন প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে ওমানে পূনাংগ দূতাবাস ও নতুন রাস্ট্রদূত নিয়োগ এর অনুরোধ করেন। চট্টগ্রাম আন্তজার্তিক বিমানবন্দর চালু করা ও প্রবাসীদের কল্যানে কিছু দাবী উল্লেখ করেম স্মারকলীপি প্রদান করেন৷
১৯৯৫ সালে ওমানে প্রথম নতুন রাস্ট্রদূত হিসাবে দায়িত্ব নিয়ে ওমানে আসেন মেজর জেনারেল মরহুম আমিন আহমেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা।
শুধু প্রবাসেই নয়, নিজ মাতৃভূমি বাংলাদেশেও তিনি রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্রজীবনে চট্টগ্রামের হামজারবাগ রাহমানিয়া হাই স্কুলে ছাত্র সংসদের নেতা, স্কাউট লিডার এবং ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বহুবার চ্যাম্পিয়ন ছিলেন। তাঁর নেতৃত্বে স্কাউট দল জাতীয় পুরস্কার অর্জন করে। ১৯৮০ সালে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পাশাপাশি পাঁচলাইশ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শুলকবহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং এরশাদবিরোধী আন্দোলনের সামনের সারির নেতাদের একজন ছিলেন তিনি।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। তিনি ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক, বিবিরহাট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, ষোলশহর বনগবেষণাগার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য। এছাড়া বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠায় রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নাট্য সংগঠন “অঙ্গন”-এর মাধ্যমে নাটকে অভিনয় ও বিভিন্ন সময়ে বহু নাটকে অভিনয় করেছেন ও কয়েকটি নাটক রচনা করেন তিনি।
বহু ম্যাগাজিন তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে। কবিতা আবৃত্তি ও লেখা তাঁর নেশা। তাঁর ব্যক্তিগত একটি লাইব্রেরি রয়েছে।
২০০৭ সালে ওমান দূতাবাসের প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বিশেষ করে ২০০৭ সালে ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ২৩ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ইংরেজি সুভেনির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ও সুভেনির টিমের সাথে যোগাযোগ ও প্রকাশনা তাঁর অন্যতম কাজ ছিল।

ক্রীড়াঙ্গনেও তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কতৃক
শতাব্দী গোষ্ঠী অনুমোদিত প্রথম বিভাগ ক্রিকেট দলের সাধারণ সম্পাদক, দ্বিতীয় বিভাগ ফুটবল দলের খেলোয়াড় এবং কিশোর বিভাগের সভাপতি হিসেবে কাজ করেছেন। জাতীয় শিশু কিশোর সংগঠন কচিমুখ খেলাঘর আসর এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কলেজের সাংস্কৃতিক সংগঠন “সোপান”-এর সহ -সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মানবিক কাজেও তিনি রেখেছেন স্থায়ী দৃষ্টান্ত। বহু অসুস্থ প্রবাসী রোগীদের ওমান থেকে বাংলাদেশে পাঠানোসহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ডে তিনি সরাসরি সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সমিতি ওমানের সভাপতি থাকাকালে তাঁর পরিকল্পনা, সমিতির কর্মকর্তাদের আর্থিক সহযোগিতা এবং তৎকালীন সফল রাষ্ট্রদূত জননেতা গোলাম আকবর খন্দকারের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বাইরে বিশ্বের সবচেয়ে বড় শহীদ মিনার নির্মিত হয় মাসকাটে বাংলাদেশ স্কুলের প্রাঙ্গণে।

রাজনীতি, সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলামের অবদান তাঁকে প্রবাসী বাংলাদেশিদের নির্ভরযোগ্য অভিভাবক এবং একজন দূরদর্শী সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রবাসীদের অধিকার ও কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট