মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ভূমি অফিসের দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধের দাবিতে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ওমর সানী আকন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ আগস্ট ২০২৫) বিকাল ৫ ঘটিকার সময় স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বাঁশখালী ভূমি অফিসে একটি চিহ্নিত চক্র ঘুষ, দালালি, নথিপত্র আটকে রাখা ও হয়রানির মাধ্যমে সাধারণ জনগণকে ভোগান্তির শিকার করছে। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং নাগরিক অধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে।এ পরিস্থিতিতে সাধারণ ছাত্র জনতা ৫ দফা সময়োপযোগী দাবি উত্থাপন করে ৫ দফা দাবি:১. ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও সরাসরি সেবা প্রাপ্তির ব্যবস্থা।২. অফিসের সামনে সিটিজেন চার্টার টাঙানো এবং প্রতিটি সেবার নির্দিষ্ট সময়সীমা প্রকাশ।৩.খতিয়ান,নামজারি, পর্চা, খাজনা পরিশোধসহ সব সেবা শতভাগ অনলাইনভিত্তিক করা।
৪. অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য আলাদা ডেস্ক ও নিরপেক্ষ মনিটরিং কমিটি গঠন।৫. ৫ আগস্ট ২০২৪-এর পর দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপি গ্রহণ করে এসিল্যান্ড মো. ওমর সানী আকন আশ্বাস দিয়ে বলেন, তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তর করতে সচেষ্ট হবেন। এ লক্ষ্যে বাঁশখালীর সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন—মোহাম্মদ এমদাদ উল্লাহ, এ কে আর তালেব, এইচ এম আব্বাস, কলিম উল্লাহ মিসবাহ, মো. দেলোয়ার, আব্দুল হামিদ,মো. খোরশেদ প্রমুখ।