মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোরশেদুল আলমকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, ছাত্র-ছাত্রীরাসহ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিদ্যালয়ে যান নবগঠিত এডহক কমিটির সভাপতি মোরশেদুল আলম। এসময় আনুষ্ঠানিক ভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাসহ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তন হলরুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন ব্যাংক বাঁশখালী চাঁদপুর ব্রাঞ্চ এর ম্যানেজার মোরশেদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার ফয়েজ আহমদ চৌধুরীর সন্তান আবু হেনা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মাশুক এলাহী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোরশেদুল আলম বলেন,পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা লগ্ন থেকে এবিদ্যালয়ের সাথে আমাদের পরিবারের সম্পর্ক, আমি আশা করছি, আগামীতে এবিদ্যালয় পুরো বাঁশখালীতে প্রথম স্থান অধিকার লাভ করবে, তবে পড়ালেখায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সকল শিক্ষক -শিক্ষিকা মণ্ডলীকে আরও একটু পরিশ্রম করতে হবে, আদর্শ ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে পুতিগত শিক্ষার কোন মুল্য নেই। তাই আদর্শ ও মৌলিক শিক্ষাই হবে এপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মুল লক্ষ্য। এসময় শিক্ষক -শিক্ষিকামণ্ডলী ও ছাত্র -ছাত্রীসহ উপস্থিত সকলের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।