রিমা শীল ওমান: ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি–২০২৫ এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এরশাদ সিকদার এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইউনুস এবং বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মান্নান জালাল ও ইয়াসিন।
মাহফিলে আলোচনা করেন মাওলানা ইব্রাহীম। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন শান্তি, দয়া, সহিষ্ণুতা ও মানবিকতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ সর্বজনীন ও গ্রহণযোগ্য।
আলোচনা ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ওমানে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তারা সবাইকে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।