
নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রাম বেকারী মালিক সমিতির ৩য় বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান ও মেজবান (১ই- জানুয়ারি) বৃহস্পতিবার সাতকানিয়া দস্তিদার হাট গ্রীন টার্চ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ পারভেজ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আবু বক্কর এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রডাক্ট লিমিটেড। (মাছারাঙাময়দা),তোফাজ্জল হোসেন জেনারেল ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) শাহ্ আরজু ফ্লাওয়ার মিলস,কে এম বেলাল আহমেদ জেনারেল ম্যানেজার (মার্কেটিং বিভাগ) আব্দুল্লাহ ফুডস্ লিমিটেড, কবির আহমদ প্রোপ্রাইটর, মেসার্স লাকী স্টোর, মোঃ শামিম মার্কেটিং অফিসার, মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রডাক্ট লিমিটেড, মোঃ সরওয়ার আহমদ মার্কেটিং অফিসার, শাহ শাহ্ আরজু ফ্লাওয়ার মিলস, মোঃ ওমর ফারুক তুষার রিজিওনাল সেল্স ম্যানাজার, বাবু পল্লব চৌধুরী মার্কেটিং অফিসার, আব্দুল্লাহ ফুডস্ লিমিটেড সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বেকারীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বেকারী মালিক সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১ থেকে আমাদের এই সমিতি গঠন করা হয়েছে এবং বর্তমানে আমাদের সমিতিতে অনেক বেকারী পরিবারের সদস্যরা যুক্ত হয়েছেন। আমরা প্রত্যেকেই সম্মিলিতভাবে কাজ করে আমাদের সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বক্তারা আরো বলেন,সমিতির অর্জন, সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বেকারি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, নতুন সদস্যদের স্বাগত জানানো এবং সমিতির লক্ষ্য-উদ্দেশ্য (যেমন: মান উন্নয়ন, স্বাস্থ্যবিধি অনুসরণ, সরকারি সহায়তা) নিয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার, যা সমৃদ্ধি ও ঐক্যকে প্রতিফলিত করে সেভাবেই সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান। এসময় অসহায় দরিদ্র বেপারী সন্তানদের লেখাপড়া ও মেয়েদের বিয়ে এবং চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।
পরিশেষে আগত মেহমানদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।