
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শাহেদা-জাফর ফাউন্ডেশন। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বেয়ারিশ হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৬০,০০০ টাকা ব্যয়ে ২টি মেডিক্যাল বেড দান করা হয়েছে।
এই মানবিক উদ্যোগ উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ জাফর বলেন, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই শাহেদা-জাফর ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বেয়ারিশ হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য শাহেদা-জাফর ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান আলহাজ্ব এম এ জাফরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ দান রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।