
নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত তাহমিদের ছোট বোন ফারিয়া আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ভাই তাহমিদকে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন আমাদের বাড়িতে এসে মামলা ও বিচার নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় পুরো পরিবারকে শেষ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঘর থেকে ডেকে নেওয়া ব্যক্তি ছাড়াও কয়েকজন স্বজন ও প্রতিবেশীকে তারা সন্দেহ করছেন। এছাড়া সিসিটিভি ফুটেজে যাদের সামনে ও পেছন দিক থেকে তাহমিদকে কুপিয়ে আঘাত করতে দেখা গেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা ও বড় বোন আকলিমা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো নিরাপত্তাহীনতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তারা নিরাপত্তাহীনতায় ভুগলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।” ধৃত আসামির রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো আদালতে শুনানির জন্য উপস্থাপিত হয়নি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. তাহমিদ উল্ল্যাহ (১৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।