
মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসে যাঁদের আত্মত্যাগ ও সাহসিকতায় স্বাধীনতা অর্জিত হয়েছে, তাঁদের অন্যতম ইঞ্জিনিয়ার ইসলাম খান। ১৯৭১ সালে দেশের ক্রান্তিলগ্নে জাতির ডাকে সাড়া দিয়ে তিনি জীবনবাজি রেখে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে ইঞ্জিনিয়ার ইসলাম খান ১ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। এই সেক্টরের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। রণাঙ্গনে তাঁর অবদান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি একজন প্রকৌশলী হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
১৯৭১ সালের রণাঙ্গনে ১ নম্বর সেক্টরে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও দেশ গঠনে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান জাতির কাছে চিরশ্রদ্ধেয় হয়ে থাকবেন।