
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রাম ৮ (বোয়ালখালী- চান্দগাঁও- পাঁচলাইশ আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে মজবুত করতে হলে বিচক্ষণতার সাথে ভোট প্রদান করতে হবে। যেহেতু একইদিনে সংস্কারের পক্ষেও ভোট গ্রহণ করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পূর্ব গোমদণ্ডীতে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, গত ১৭ বছর আমরা কেউই ভোট দিতে পারিনি। এমন কি আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরাও ভোট দিতে পারেননি। এবার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারবেন।
এর আগে বিকেলে তিনি গাড়ি বহর নিয়ে উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতল, আরাকান সড়কের পেতন আউলিয়ার মাজার জিয়ারত করে পশ্চিম গোমদণ্ডী লালমতির বাপের মসজিদ এলাকা, চরখিজিরপুর টেক্সঘর, পৌর সদর ও উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন।
এ সময় গাড়ি বহরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বারসহ অন্যান্যরা।
এদিকে, পূর্ব গোমদন্ডী পথসভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতার, মাহমুদুল হক মেম্বার, নজরুল ইসলাম, আব্দুল খালেক, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, নুরুল আবছার আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভা বিএনপি নেতা মো. কামাল উদ্দিন, মো. লোকমান, আবুল হাশেম মতি মেম্বার, মো. ইউসুফ, বশির আহমদ, জসিম উদ্দিন, হাজী মুছা, মো. নাছের, মো. আজম, পৌরসভা যুবদলের আহবায়ক মো. লোকমান, সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, যুগ্ম আহবায়ক ইকরামুল হক জিকু, যুবদল নেতা জাফর ইকবাল, মো. ইউনুস, মোরশেদ, খোরশেদ, আকরাম হোসেন দুলাল, আসহাব উদ্দিন দুলাল, মোকারম, লিটন, রহিম, ছাত্রদল নেতা সম্রাট, সাইদুল আলম, ইমনসহ অন্যান্যরা।
এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।