
এমএ হামিদ: বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত পটিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলি এলাকায় পরিচালিত হয়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং কার্যক্রম চলছিল বলে জানা গেছে।
অভিযানে সেনাবাহিনী ৪৬০টি ভরা গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস ক্রস ফিলিং (হাওয়া) মেশিন, একটি মিনি ট্রাক এবং গ্যাস ফিলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্যঃ
গ্যাস সিলিন্ডার ৫,৫২০০০ টাকা হাওয়া মেশিন ৪০,০০০ টাকা মোট মূল্যঃ ৫,৯২০০০ টাকা।
অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম বলেন,
“অবৈধ গ্যাস ক্রস ফিলিংসহ যেকোনো অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।