
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ৫ তলার ছাদ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় প্রবাসী জাহাঙ্গীরের নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল কক্সবাজার টেকনাফের হ্নীলা ৪ নাম্বার ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ঢালাই করা ৫ তলা ছাদের নিচে অর্থাৎ ৪ তলায় কাজ করার সময় ছাদের একটি অংশ ভেঙে গেলে ছাদের সেই অংশের চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় হেলাল। পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।