1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে নিখোঁজের ১০ ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি সংঘর্ষ, আহত- ৩ অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে চরম্বার ইউপি সদস্য শওকত ওসমানের বিরুদ্ধে মামলা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে- পলাশ ধর লোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলা বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হালদা নদীতে অভিযান, ৬৫০০ মিটার চরঘেরা জাল জব্দ সাগরে জলদস্যু তান্ডব: মহেশখালীতে জেলেদের মানববন্ধন লোহাগাড়ায় মেম্বারের নেতৃত্বে বালু উত্তোলন: বালুবাহী যান চলাচলে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে গ্রামবাসী বাঁশখালীতে বাগানের গাছ কাটা নিয়ে দু’পক্ষের পাল্টা-পাল্টি অভিযোগ

বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি সংঘর্ষ, আহত- ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালীতে মোরশেদুল ইসলাম নামে এক যুবদল নেতার ওপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাথরিয়া বাজারে দু’দল মুখোমুখি অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, বিএনপির নেতা-কর্মীরাকাথরিয়া বাজারের পশ্চিম দিক থেকে মিছিল নিয়ে যাওয়া পথে তিন রাস্তার মোড়ে আসতে সংঘর্ষ শুরু হয় তাৎক্ষণিক থানা পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রনে।পরে বিএনপি নেতা-কর্মীরা বাজারের পূর্ব দিকে জামায়াতে শিশিরের নেতাকর্মীরা পশ্চিম দিকে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। এ সময় বাঁশখালী থানা-পুলিশের একটি টিম দুই দলের মাঝখানে ব্যরিকেড দিয়ে অবস্থান নেন। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দলের নেতা-কর্মীদের অবস্থানের বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর ঘটনাস্থল পৌঁছলে উভয় দলের নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বেলা ৩টার দিকে যুবদল নেতা মোরশেদুল ইসলামের ওপর জামায়াত শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বিএনপি নেতা-কর্মীদের দ্রুত কাথরিয়া বাজারে আসার আহ্বান জানান। অন্যদিকে জামায়াতের নেতা-কর্মীরাও কাথরিয়া বাজারে জড়ো হতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিএনপি নেতা কর্মীদের অভিযোগ তারা কথরিয়া বাজারের পশ্চিম দিক থেকে মিছিল নিয়ে বাজারে পূর্ব দিকে যাওয়া পথে অতর্কিতভাবে হামলা করে এতে এদের তিনজন কর্মী আহত হয়েছে বলে জানান।অপরদিকে জামায়াতের নেতা কর্মীরা বলেন দুপুরে আমাদের উপর হানলা করে উল্টো বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে এসেছে বলে জানান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুই দলের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ হয়নি। সবাইকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট