মোহাম্মদ এরশাদ, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া আলিমিয়ার দোকানের পশ্চিমে তোফাজ্জল বর বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত কাল বিকাল ৪টার দিকে হঠাৎ লাগা আগুন মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে নুর আহমদ ও মহিউদ্দিনের বসতঘরে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় তাদের দীর্ঘদিনের গড়া ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক ও জীবনযাত্রার প্রয়োজনীয় সবকিছু।
এ ঘটনায় পাশে থাকা বিধবা মাবিয়া খাতুনের ঘরের চালের টিন ক্ষতিগ্রস্ত হয়, যাতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। মাবিয়া খাতুন বলেন আমি বেকারিতে কাজ করে কোনরকম ছোট ছোট মেয়ে গুলা নিয়ে সংসার চালায়, পাশের বাড়িতে আগুন লাগাই আমার বাড়িতে ঢেউ টিন গুলো ব্যাপক ক্ষতি হয়ে এখন বৃষ্টি পড়তেছে ঠিক করার মত আমার সমর্থন নাই। যদি আমার ডেউটিন গুলো ঠিক করে দেই আমার খুব উপকার হবে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতা ঠেকানো সম্ভব হয়নি। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সবকিছু হারিয়ে এখন নুর আহমদ ও মহিউদ্দিন নিঃস্ব, তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত অবশিষ্ট নেই।
দুই পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। খাদ্য, পোশাক ও আশ্রয়ের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
একটু সহানুভূতি, একটু সাহায্য — হয়তো ফিরিয়ে দিতে পারে তাদের মুখে আবারও হাসি।