নেজাম উদ্দিন রানা, রাউজান চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাউজান ছাত্র পরিষদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে নবীণ বরণ উপলক্ষে শতাধিক নবীণ শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ, র্যালী, কেক কাটা, র্যাফেল ড্র, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীণ বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আ.ন.ম আবদুল মাবুদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া হাসান ঐশী ও শাকের আলীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেন। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল আহাম্মদ, অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম, অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন, ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার কায়েদে আজম. সহকারী অধ্যাপক আবু তৈয়ব, প্রভাষক শাহাদাত হোসেন পিও, প্রভাষক আমির খসরু আদনান , প্রভাষক আবু সাঈদ আদিল, রাউজান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চবি ছাত্র ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।