এরশাদ আলম, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়ায় এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় সফলতার সাথে পাস করেও আর্থিকভাবে অসচ্ছলতার কারণে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারেনি হত-দরিদ্র পরিবারের ৯জন মেধাবী তরুণ শিক্ষার্থী।
বিষয়টি লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের দৃষ্টিগোচর হলে তাদের ভর্তি করানোর উদ্যোগ নেন তিনি এবং মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রি কলেজে তাদের ভর্তির যাবতীয় ব্যবস্থা করেন এই যুবদল নেতা। তার এমন মহৎ ও মানবিকতার কারণে থমকে যাওয়া ৯জন শিক্ষার্থী ফিরে পেলো আবারও পাঠদানের সুযোগ।
যুবদল নেতা মুসলিম উদ্দিনের মহৎ এই উদ্যোগের কারণে হাসি ফুটেছে ৯টি অসহায় পরিবারের। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান কলেজের অন্যান্য শিক্ষার্থীসহ এলাকাবাসী।
এ বিষয়ে যুবদল নেতা মুসলিম উদ্দিন হৃদয়ে চট্টগ্রামকে বলেন, দীর্ঘ ১০ বছর পড়ালেখা শেষ করে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা। পরিক্ষায় পাশ করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য এইচএসসিতে ভর্তি হবে এবং ভবিষ্যতে কি করবে এটা নিয়ে অনেক সপ্ন থাকে সবার। কিন্তু অধিক খরচের চাপ গ্রাম থেকে উঠে আসা অনেক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীই বহন করতে পারে না। তাই আমার উপজেলায় কয়েকজন ছেলে টাকার অভাবে ভর্তি হতে না পারার বিষয়টি শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ৯জন শিক্ষার্থীকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখতে চাই।