মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ১৬ বাঁশখালীতে নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এতে ব্যাপক জন সাড়া পাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজী বাজার, আব্দুল্লার দোকান এলাকায় লিফলেট বিতরণকালে এমন দৃশ্য দেখা যায়।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। উপজেলা বিএনপির সাবেক সদস্য সোলতানুল আজিম চৌধুরী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন (ছানুবী), ছনুয়া বিএনপি নেতা খোরশেদ আলম, ফজলুল কাদের মাতব্বর, মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার,পৌরসভা বিএনপি নেতা এস এম শহীদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ছনুয়া ইউনিয়ন যুবদল নেতা মনজুর আলম,ছনুয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুছাইন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আবু হানিফ আয়মন। উপজেলা ছাত্রদলের সংগঠক মোঃ নুরুন্নবী, উপজেলা ছাত্রদল নেতা আতিক, কাইছার প্রমূখ।
গণসংযোগ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর আপামর জনসাধারণের প্রাণের মানুষ, মৃত্যুর আগমুহূর্তে পর্যন্ত তিনি বাঁশখালীর প্রতিটি শ্রেণিপেশার মানুষের সুখ- দুঃখের সাথী ছিলেন, তারই কনিষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।
আপনাদের দোয়া এবং ভালোবাসায় দলের পক্ষ থেকে যদি আমাকে প্রার্থী মনোনীত করে, তাহলে
আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বাঁশখালী গড়তে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্যে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।