মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক দিদারুল ইসলামের শ্রদ্ধেয় পিতা সিরাজ মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
সোমবার রাত ১ টায় উপজেলা কালীপুর ইউনিয়নস্থ গুনাগরী আয়শা সিদ্দিকা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
দিদারুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাষ্টার লোকমান আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক,ইব্রাহীম খলীল,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, রাসেল ইকবাল মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হাসান শাপলা।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বিকাল ২ ঘটিকার সময় কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।