মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালীতে প্রতিমালয় পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।আজ (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালিপুর ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডে পূর্ব গুণাগরি নাথপাড়া পার্বতী প্রতিমালয় পরিদর্শন করেন।
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা নির্মাণের অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থা, ফোর্স উপস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন এবং পালাক্রমে স্বেচ্ছাসেবকদের পাহারা দেবার জন্যে জোড়ালোভাবে নির্দেশ প্রদান করেন।
তিনি আনোয়ারা সার্কেল অফিসার,অফিসার ইনচার্জ ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এসময় পুলিশ সুপার বলেন—
“দুর্গা প্রতিমা নির্মাণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে কোন দুষ্কৃতিকারী সুযোগ গ্রহণ করতে না পারে। এ জন্যে জনসাধারণকে সম্পৃক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখতে হবে।”
তিনি পরিদর্শনে উপস্থিত প্রতিমা কারিগর, স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পুজা উদযাপন পরিষদের সদস্য ও দায়িত্বরত পুলিশ সদস্যগন পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।এছাড়াও একই দিন সন্ধ্যায় বাহারছড়া পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন; মোশারফ আলী মিয়ার বাজারে জনতার সঙ্গে মতবিনিময়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার সন্ধ্যায় আকস্মিকভাবে বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফাঁড়িতে দায়িত্বপালনরত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফাঁড়ির সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও সেবা প্রদানের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের মনোবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার স্থানীয় জনগণের সঙ্গে মোশারফ আলী মিয়ার বাজারে মতবিনিময় করেন। স্থানীয় জনসাধারণ পুলিশ সুপারের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের প্রতি তাঁদের আস্থা ও সমর্থনের কথা ব্যক্ত করেন।