মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর ইলেকট্রিক দোকানের উলঙ্গ হয়ে ঢুকে ১৫ লাখ টাকার ক্যাবল চুরির ঘটনা ঘটে। বুধবার ভোরে উপজেলার বৈলছড়ি ইউপির কে.বি বাজারের বাঁশখালী ট্রেডিং নামে একটি ইলেকট্রিক দোকানে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী শহিদুল ইসলাম বলেন, রাত ১০টার সময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যাই।সকালে এসে দোকান খুলতেই দেখি দোকানের ভেনটিলেটর ভাঙ্গা।পরে সিসি ক্যামেরা চেক করে দেখতে পায় একজন উলঙ্গ অবস্থায় শরীরে বিন্দু মাত্র জামাকাপড় ছাড়া বয়স্ক ব্যক্তি ভেনটিলেটর দিয়ে প্রবেশ করে সব ক্যাবল নিয়ে যায়।
দোকানের স্বত্বাধিকারী আবদুল মোমেন বলেন, দোকানের ছাদ থেকে পাইপ নিয়ে অস্থায়ী সিড়ি বানিয়ে ভেনটিলেটর ভেঙে ৪ থেকে ৫ জন চোর মিলে কপার ক্যাবল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আগেও একবার আমার দোকানে চুরি হয়েছিল। এ বিষয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।