মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম:গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের গেইটে অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আমারদেশ প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সেক্রেটারী ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক আমার বাংলা ও সিপ্লাস টিভি প্রতিনিধি জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক ও দৈনিক আজাদী,দৈনিক জনবাণী ও চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, গ্লোবাল টেলিভিশনের বাঁশখালী প্রতিনিধি সরওয়ার আলম,দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ আলী,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি রফিউল করিম চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মাস্টার নোমান, সংবাদকর্মী ফখরুল ইসলাম, মোহাম্মদ ইমরান,মীর আহমদ, মাওলানা আমান উল্লাহ প্রমুখ।