মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বর জসিম উদ্দীনের বিয়ে চলাকালীন কনভেনশন সেন্টারে ভাঙচুর ও নববধূর স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে মেঝ বোনের জামাই রশিদ আহমদ নামের এক জনের বিরুদ্ধে। এ সময় বাধা দিলে তারা ৭ জন কে পিটিয়ে আহত করে।
বুধবার (৬ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চেচুরিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকার জাফর আহমদ এর ছেলে জসিম উদ্দিন ও চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ে। বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার মুহুর্তে। বরের আপন মেঝ বোন খালেদা বেগমের জামাই রশিদ আহমেদ এর নেতৃত্বে কয়েক জন লোক এসে হামলা চালান। পরে তাঁরা নববধূর পরিহিত স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যান। এতে বাধা দিলে বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরকে পিটিয়ে আহত করে।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,আমরা ভাইবোনের মধ্যে ঝামেলা হয়েছে এমনটি শুনেছি।তবে থানায় এ নিয়ে কোন পক্ষ আসেনি।