মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অংশ গ্রহণ করে পরীক্ষায় চট্টগ্রামের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে অসাধারণ সাফল্য অর্জন করায় শিক্ষার্থী মুহাম্মদ আসআদ বিন রফিক ‘বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি-২০২৫’তে ল্যাপটপ বিজয়ী হয়েছেন।মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কালীপুর ইউনিয়ন নুরজাহান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে অতিথিদের কাছ থেকে আসআদ বিন রফিক তার প্রাপ্ত পদক গ্রহণ করেন।মুহাম্মদ আসআদ বিন রফিক বর্তমানে পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে সে চট্টগ্রামের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে এ পদক অর্জন করেন।তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীপুর গ্রামের বাসিন্দা বাঁশখালী উপজেলা শিক্ষক দম্পতির রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কউট চট্টগ্রাম জেলার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ও পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানার সুযোগ্য সন্তান।আসআদ বিন রফিকের চাচাদের মধ্যে বড় চাচা নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক,মেজ চাচা সেভেন সার্কেল বাংলাদেশ লিঃ এ এক্সিকিউটিভ (ভ্যাট) কর্মকর্তা,সেজ চাচা সরকারি ভাবে অস্ট্রেলিয়ার ডাক্তার পেশায় কর্মরত,তার পিতার তিন বোনরা স্ব স্ব কর্ম গুণে প্রতিষ্ঠিত এবং আসআদ বিন রফিকের দাদা মরহুম আমিনুল হক ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী,দাদী একজন রত্নগর্ভ মহিলা ও গৃহিণী ছিলেন এবং নানা মরহুম আবদুর রহিম ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সার্জন।মুহাম্মদ আসআদ বিন রফিক বড় হয়ে তার চাচার মতো ডাক্তার হয়ে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই,সেই সকলের দোয়া প্রার্থী।
মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর নামে স্বর্ণপদক বৃত্তি’টি আল আমিন সংঘের ব্যবস্থাপনা ও মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতি বছর অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।