
লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকা ট্রমা সেন্টার চালু হওয়ার পর নতুনভাবে যুক্ত হয়েছে ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রম। এখন থেকে এই ট্রমা সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীরা সরকার নির্ধারিত মূল্যে এক্স-রে করতে পারবে। এছাড়াও যক্ষা রোগ নির্ণয় এবং গরীব অসহায় রোগীরা ফ্রিতেই এ সেবা পাবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী।
এসময় পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হামিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান, ডাঃ সুমন চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার,পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।