1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া ট্রমা সেন্টারে যুক্ত হলো ডিজিটাল এক্স-রে মেশিন লোহাগাড়ায় যুবলীগ নেতা ও গ্রাম পুলিশের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর রাউজানের নোয়াপাড়ায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার-২ লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র কমিটি গঠন বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্নপ্রকাশ- সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতকানিয়ায় প্রয়াত সুনীল কান্তি দাশ’র আত্মার শান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা অনুষ্ঠিত সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়ায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সাতকানিয়া’য় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

সাতকানিয়ায় ১০ দিনে ৫৪৯৫৮ শিশুর টাইফয়েড টিকা দান সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া, চট্টগ্রাম :সারাদেশের ন্যায় সাতকানিয়ায়ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচী। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হচ্ছে। বিগত ১২ অক্টোবর হতে শুরু হওয়া এ কর্মসূচী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ১২ অক্টোবর হতে ২১ অক্টোবর পর্যন্ত ১০ দিনে সাতকানিয়া উপজেলায় ৫৪৯৫৮ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। উপজেলায় টিকাদানের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,১৪,২৯২ জন। মোট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ৭৪৬৬১ জন। রেজিস্ট্রেশনের শতকরা হার লক্ষ্যমাত্রার ৬৫.৩৩%। ২১ অক্টোবর পর্যন্ত ১০ দিনে লক্ষ্যমাত্রা ছিল ৫৬৮০৮ জন। টিকা গ্রহণ করেছে ৫৪৯৫৮ জন। অর্জনের শতকরা হার ৯৬.৭৪%।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচীর সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোজাম্মেল হক, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. এনামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার (এসআইএমও) ডা. এ এফ এম জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল বাশর ওমর ফারুখ, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ শামসুদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব, সাতকানিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সাতকানিয়া থানার এসআই মোহাম্মদ ইদরিস, দৈনিক সাঙ্গু প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ বেলাল হোছাইন, ব্র্যাকের সাতকানিয়া উপজেলা ম্যানেজার মোহাম্মদ ইবরাহীম এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আব্দুল মজিদ প্রমূখ।
সভায় জানানো হয়, এই টিকা সম্পূর্ণ হালাল এবং স্বাস্থ্য সম্মত। বাংলাদেশ সরকার টিকাদান কর্মসূচীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে টিকাদান কার্যক্রমে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট