নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ট্যাগ অফিসার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সায়েম, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য গোলাফী বড়ুয়া,সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন, ডিলার মেসার্স মুনিরীয়া ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হারুন, পশ্চিম গুজরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরা বেগম মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ওসমান চৌধুরী, আকতার হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল কাদের, মোহাম্মদ হোসেন,জাহাঙ্গীর আলম, নেজাম, মহিউদ্দীন, আমজাদ হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দামে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় ২৭১ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।