সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ দুর্গাপূজাকে ঘিরে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় উৎসবমুখর পরিবেশ পালিত হচ্ছে এ উৎসব। এ উৎসবকে আরো সুন্দর ও সফল করার জন্য এগিয়ে এসেছেন যুবদল নেতা রেজাউল করিম সাদ্দাম।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেছেন বাড়বকুণ্ড ইউনিয়ন এর এই যুবদল নেতা। প্রতিবছরের মতো এবারও শারদীয় দূর্গা উৎসবে বাড়বকুণ্ডের ৬টি পুজা মন্ডপে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেন যুবদল নেতা সাদ্দাম। ধর্মাবলম্বী হিন্দু ছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন তিনি।
এ অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মো: ফখরুল ইসলাম, যুবদল নেতা মো: শাহাদাৎ হোসেন, মো:জাফর, আহসানউল্লাহ বাচা, হারধন নন্দী মাষ্টার, বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক বাবু কালি নারায়ন ভারতীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।