মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: সদ্য নিয়োগ পাওয়া ১১ পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।ওই ১১ জন পুলিশ সদস্য বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর)দুপুর সাড়ে ১১ টায় থানায় নিজ কার্যালয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওসি সাইফুল ইসলাম।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন,উপজেলার সাধনপুর ইউনিয়নের শাহ আলমের পুত্র মোহাম্মদ মিরাজ,শীলকূপের মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ জাইদ,বাহারচড়ার ওয়াহেদুল ইসলাম, সাধনপুরের বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ ওসমান,গন্ডমারার আহমদ কবিরের পুত্র আব্দুল্লাহ আল মারুফ, পুইছড়ির মোঃ বেলালের পুত্র রাকিবুল হাসান,চাম্বলের মিজানুর রহমানের পুত্র মোহাম্মদ মাহামুদুল্লাহ,সরলের আব্দুল রহমানের পুত্র আলী আজগর, কাথরিয়ার আক্তার হোসেনের পুত্র নুর মোহাম্মদ,পৌরসভার আবদুল খালেকের পুত্র ফরহাদ হোসেন, খানখানাবাদের মঞ্জুর আলমের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।এ বিষয়ে নিয়োগ পাওয়া ওসমান বলেন, মেধার ভিত্তিতে পুলিশের চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হতে পেরে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করছি। তবে এ জন্য সবচেয়ে বড় অবদান হলো আমার মা-বাবার।তাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে দেশের একজন গর্বিত পুলিশ সদস্য হিসেবে নিয়োজিত হতে চাই।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এবার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাঁশখালী থেকে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এখন তারা মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত হবে।