মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিয়াদ (১৯)নামে এক যুবক।রবিবার (২৮সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৮ টার দিকে নিজ বাড়ি থেকে রিয়াদ পিতার ব্যবসা প্রতিষ্ঠানে আসার মূহুর্তে মিয়ার বাজার দোকানের সামনে আসতে অসাবধানতাবশত পিছলে পড়ে তিনি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাঁশখালী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত বাঁশখালী পৌরসভা উত্তর জলদী ৫নং ওয়ার্ডের সৈয়দ বাহার উল্লাপাড়ার সবজি ব্যবসায়ী মোহাম্মদ মনসুরের ছেলে রিয়াদ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই ট্রাক জব্দ করা হয় । নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।