মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানিগ্রাম পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, পশ্চিম বানিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির ও জগন্নাথ ধাম সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।
বুধবার (২৪সেপ্টেম্বর) রাতে তিনি এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারগণ, আনোয়ারা সার্কেল অফিসার, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ,শিক্ষানবিশ এস আই, বাঁশখালী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন।