এরশাদ আলম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে এক হাজার ফলজ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়েছে একই সাথে উপজেলার ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সোমবার (৮সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর এলাকায় লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ সহ প্রেস ক্লাবের সকল সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।