1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা ওমানে উটের সঙ্গে সংঘর্ষে প্রবাসী বাংলাদেশি পরিবারের তিনজন নিহত, গুরুতর আহত আরও তিন জলাতঙ্ক নির্মূলে চন্দনাইশে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাউজানে বাগিশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত রাউজানের উরকিরচরে শহীদ সালা উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হলো মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বোয়ালখালীতে আল-হাসনাইন একাডেমির যাত্রা শুরু

রাউজানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, ১৯৭১ সালের যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেছিল তাদের দোসররা কিন্তু এখনো দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত আছে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

রবিবার বিকালে রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘কারো দ্বারা যাতে সাধারণ মানুষ তথা জানমালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেতা-কর্মীদের জনগণের পাশে থাকতে হবে। স্বেচ্ছাসেবক দল শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধ থাকলে হবে না। বৃক্ষরোপণ থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. মুছা মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হাওলাদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দীন সেলিম, সদস্য সচিব মো. আকবর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ইউসুফ তালুকদার, পৌরসভার আহবায়ক মো. শাহাদাত হোসেন মির্জা।

একরাম মিয়া ও মাসুদ রাসেল পারভেজ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মেনন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাওলানা আবদুস সবুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মিটু, যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন মাসুম, নুর মোহাম্মদ, সাবেক ছাত্রদল নেতা হাছান বাহাদুর, সেচ্ছাসেবক দল নেতা আলমগীর, ছাত্রনেতা নেজাম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা রেওয়াজ, সাইফুদ্দিন রিবন, সেচ্ছাসেবক দল নেতা জীবন খন্দকার জিবন, আবদুল শুক্কুর, আরমান, রাশেদ, ফোরকান, মুন্না তালুকদার। এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট